শুটিংয়ের সময় বলেছিলেন, তামিল সংস্কৃতি তাঁকে দারুণভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে তামিল খাবারের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। কথায় কথায় রাশ্মিকা জানান, এখানেই শ্বশুরবাড়ি হলে নাকি তাঁর ভালো হয়। তাই বিয়ে করলে তিনি কেবল তামিল ছেলেকেই করবেন।

source https://www.prothomalo.com/entertainment/bollywood/একটি-কারণেই-তামিল-বর-চান-রাশ্মিকা