রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পদে প্রতিষ্ঠানটিতে ৫১ জন চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার (১৮ মে) প্রকাশিত প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে উল্লেখিত নবসৃষ্ট পদসমূহ (২০১০ সালে সৃষ্ট পদ) পূরণের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে সহকারী রেজিস্ট্রার শিশু পদে একজন, সহকারী রেজিস্ট্রার গাইনি পদে একজন, সহকারী রেজিস্ট্রার পদে একজন, সহকারী সার্জন পদে দুজন এবং সিনিয়র স্টাফ নার্স পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।