চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যু ঘিরে দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। ইদ্রিস ডেবির মৃত্যুর পর তাঁর ছেলে মোহাম্মদ ইদ্রিস ডেবি কাকার নেতৃত্বে সামরিক কাউন্সিল মধ্য আফ্রিকার এই দেশের ক্ষমতা গ্রহণ করেছে। এর মধ্যে চাদে সামরিক কাউন্সিল ক্ষমতা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।