এক অসাধারণ সংগ্রামী জীবনের নাম সরদার ফজলুল করিম। নিজেকে অতিসাধারণ ‘কৃষকের পোলা’ আখ্যা দিতেন সব সময়। সরদার ফজলুল করিম প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরে দর্শন বিভাগের শিক্ষক হরিদাস ভট্টাচার্যের লেকচারে মুগ্ধ হয়ে ভর্তি হন দর্শনশাস্ত্রে।

source https://www.prothomalo.com/bangladesh/সংগ্রামী-এক-জীবনগাথা