হস্তশিল্প পরম্পরার। বাগানেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। নানা মাধ্যম। নানা কাজ। আর শিল্পসুষমার সৌকর্য হৃদয়গ্রাহী। সঙ্গে আছে নানা মন্দির, নানা ভঙ্গিমার বুদ্ধ। আর কিছু কিছু শব্দ, যেগুলো একটু ভালো, শুনলে মেলানো যায় নিজের ভাষার সঙ্গে।

source https://www.prothomalo.com/life/travel/বাগানের-বাগানে