ট্রাম্প বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টের (যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন) কাছ থেকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। নৈরাজ্যবাদী বামেরা সত্যকে ভয় পায় বলে এমন করা হয়েছে। তিনি আরও বলেছেন, সত্য এমনিতেই বেরিয়ে আসবে আরও বড় ও শক্তশালী হয়ে। আমেরিকার জনগণ এসব প্রযুক্তিপ্রতিষ্ঠানের পক্ষে দাঁড়াবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

source https://www.prothomalo.com/world/usa/ফেসবুককে-মূল্য-দিতে-হবে-বলে-ট্রাম্পের-হুমকি