কোনো এক বসন্তের পড়ন্ত মধুময় বি‌কে‌লে বা শর‌তের গোধূ‌লিলগ্নে কিংবা বৃষ্টিস্নাত সন্ধ্যায় অথবা এক পূর্ণিমার রা‌তে আমরা মু‌খোমু‌খি বস‌ব। হা‌তে থাক‌বে চা‌য়ের পেয়ালা কিন্তু আমি অনবর‌ত পান কর‌ব ওই রূ‌পের ‌অমিয় সুধা।

source https://www.prothomalo.com/writings/ভালোবাসার-টিপ