জীবনস্মৃতির আয়নার দিকে তাকালে আমি বড়জোর ১৯৫০ দশকের শেষ পর্যন্ত যেতে পারি। এর আগের ঘটনাবলি আমার মগজের হার্ডডিস্কে সেভ হয়নি, অর্থাৎ, তখনো অভিজ্ঞতাগুলোকে স্মৃতির খাতায় স্থায়ীভাবে লিখে রাখার মতো বয়স হয়নি আমার।

source https://www.prothomalo.com/life/durporobash/আমার-ছেলেবেলার-ঈদআনন্দ