২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার দিনক্ষণ ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন উপকূলের লাখো জেলে। তাঁরা বলছেন, এমনিতেই করোনাকালে তাঁদের রোজগারে টান পড়েছে। তার ওপর সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় কীভাবে পরিবার চলবে, এ নিয়ে উদ্বেগের মধ্যে আছেন তাঁরা। ছবি: সাগরে জেলেদের মাছ ধরার ছবি।

source https://www.prothomalo.com/bangladesh/district/সাগরে-মাছ-ধরায়-৬৫-দিনের-নিষেধাজ্ঞা-করোনায়-বিপাকে-জেলেরা