অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয়ে শেষের দিকে চলে এসেছে। এখানে কেউ বৈজ্ঞানিকভাবে চাঁদের ওঠা দেখে শুরু করেন, সেটা মানুষের দৃষ্টিতে দেখা যাক বা না যাক। আবার কেউ বাংলাদেশের মতো চাঁদ দেখে শুরু করেন। গত ১৩ এপ্রিল মঙ্গলবার আমাদের পাঁচ বছরের ছেলে রায়ানের সকারের প্রশিক্ষণ ক্লাস ছিল।

source https://www.prothomalo.com/life/durporobash/হোয়াট-আ-বিউটিফুল-ডে