ঈদ বা আনন্দের কোনো বয়স নেই। যখন ছোট ছিলাম, তখন ওই ছোট আমার ভেতরের মানুষটা চারপাশের সব কার্যকারণেই বিস্মিত হতো। আবার দুই যুগের বেশি সময় কাটিয়ে এসে এখনো আমি বিস্মিত হই, কিন্তু এই দুই বিস্ময় কোনোভাবেই এক নয়।

source https://www.prothomalo.com/special-supplement/eid-ananda/এই-ঈদ-সেই-ঈদ-2