মহাকাশে এক সেন্টিমিটার আকারের একটি নুড়ির বিস্ফোরণক্ষমতা হ্যান্ডগ্রেনেডের চেয়েও বেশি। এখন সেখানে সৃষ্টি হচ্ছে লাখ লাখ টন মানবসৃষ্ট বর্জ্য। এ বর্জ্য মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সুবিধার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। কিন্তু এসব উদ্যোগ আবার করপোরেট প্রতিষ্ঠানের হাতে।

source https://www.prothomalo.com/education/science-tech/মহাকাশে-করপোরেট-প্রতিযোগিতা