গতকাল শনিবার ইইউ নেতাদের চেয়ারম্যান চার্লস মাইকেল এ কথা বলেন। পর্তুগিজ শহর পোর্তোয় ইইউ সম্মেলনের দ্বিতীয় দিনে আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইকেল বলেন, মহামারির সঙ্গে লড়াইয়ে এখন আরও দ্রুত করোনার টিকা তৈরি করতে হবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলো থেকে টিকা রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

source https://www.prothomalo.com/world/europe/টিকার-পেটেন্ট-উন্মুক্ত-করা-নিয়ে-সন্দিহান-ইইউ