ফ্যাশনে ক্যাজুয়াল শার্টের ট্রেন্ড কখনোই পুরোনো হওয়ার নয়। বরং ফিরে ফিরে আসে প্রিন্ট, চেক আর স্ট্রাইপ। দেখা যায়, কাট আর প্যাটার্নের তারতম্য, ফিটের রকমফের। এবারের ঈদেও ব্যতিক্রম হচ্ছে না। বরং ক্যাজুয়াল শার্টের বৈচিত্র্যময় আয়োজন তরুণদের তো বটেই, যেকোনো বয়সী পুরুষকে এবারের ঈদে উৎসাহিত করে ক্যাজুয়ালি ক্লাসি হতে।

source https://www.prothomalo.com/lifestyle/fashion/আরামের-ক্যাজুয়াল-শার্ট