সব দেশের সাধারণ মানুষের স্বরূপ অবিকল। শহুরে কৃত্রিমতার লেশমাত্র নেই। পিসো, তার পরিবার কিংবা গ্রাম, এটাই আসল মিয়ানমার। শান্ত আর লক্ষ্মী ইরাবতী কী অবলীলায় বুক পেতে দেয় সবার জন্য।