যুক্তরাষ্ট্রের ১০ জন সিনেটর ২৫ এপ্রিল এক যুক্ত বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা বলেন, পাকিস্তান সরকার পূর্ব বাংলার জন্য আপৎকালীন ত্রাণকাজের ব্যবস্থা করেনি। আন্তর্জাতিক রেডক্রসকেও সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে পাশ্চাত্য দেশগুলো ও জাতিসংঘের উচিত হবে পাকিস্তানে বৈদেশিক সাহায্য বন্ধ করে দেওয়া।

source https://www.prothomalo.com/diary-1971/পাকিস্তানকে-সাহায্য-না-করার-আহ্বান