যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা কিম পটারকে (৪৮) অভিযুক্ত করা হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের ব্রুকলিন সেন্টার শহরে ওই যুবক হত্যার ঘটনা ঘটে। কিম পটারের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার বা 'সেকেন্ড ডিগ্রি' খুনের অভিযোগ আনা হয়েছে। বিচারে অপরাধ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এই মৃত্যুর জেরে ব্রুকলিন সেন্টারে বিক্ষোভ চলছে।

source https://www.prothomalo.com/world/usa/যুক্তরাষ্ট্রে-কৃষ্ণাঙ্গ-যুবক-হত্যায়-সাবেক-পুলিশ-কর্মকর্তা-অভিযুক্ত