ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে শুরু করে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত সমাজতন্ত্রের বিরুদ্ধে সাঁড়াশি ও আক্রমণাত্মক প্রচারণার কারণে ধীরে ধীরে মার্কিন জনমত পুঁজিবাদের পক্ষে দাঁড়িয়েছে বা অন্যভাবে বললে সমাজতন্ত্র সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে শব্দটা শোনামাত্রই লোকে বাঁকা চোখে তাকাতেন, যেন কেউ মহা অন্যায় করে ফেলেছেন। ১০ বার ভেবে তবেই হয়তো কেউ সমাজতন্ত্র নিয়ে কথা বলতেন।