আফ্রিকার শিশুদের ওপর পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলে দেখা গেছে, মশাবাহিত রোগটি থেকে সুরক্ষা দিতে এ টিকা ৭৭ শতাংশ পর্যন্ত কার্যকর। এর মধ্য দিয়ে টিকাটি ব্যবহার করে ম্যালেরিয়ার কবল থেকে বছরে অন্তত ৪ লাখ শিশুর জীবন বাঁচানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

source https://www.prothomalo.com/world/শিশুদের-ম্যালেরিয়ায়-৭৭-কার্যকর-অক্সফোর্ডের-টিকা