দেশে করোনা পরীক্ষার আরটি-পিসিআর কিটের ঘাটতি হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি)। তারা ২০ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগকে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, যে কিট মজুত আছে, তা দিয়ে ১৫ থেকে ২০ দিনের চাহিদা সামাল দেওয়া যাবে।

source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/কিটের-ঘাটতি-নিয়ে-দুই-রকম-তথ্য