সুন্দরবনে এপ্রিল-জুন পর্যন্ত সাধারণত মধু সংগ্রহ করা হয়ে থাকে। সুন্দরবনের কাছের গ্রামের মৌয়ালেরা এ সময়ে মধু সংগ্রহ করতে বনে ঢুকে থাকেন। বাদাবনের কাদা, শ্বাসমূল আর ঝোপ পেড়িয়ে মধু সংগ্রহ করতে বহু বছরের অভিজ্ঞতা আর দক্ষতাই মৌয়ালদের একমাত্র ভরসা।

source https://www.prothomalo.com/life/travel/বাঘের-পাশে-মধু-সংগ্রহ