মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে বিপুলসংখ্যক মানুষ গুমের ঘটনায় ৩০ জন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। প্রসিকিউটররা জানান, রাজ্যটির নুয়েভো লোরেডো শহরে নৌবাহিনী মোতায়েনের পর এ গুমের ঘটনা ঘটে।
source https://www.prothomalo.com/world/south-america/গুমের-ঘটনায়-মেক্সিকোতে-৩০-সেনা-গ্রেপ্তার
0 মন্তব্যসমূহ