‘এই ছবিটা কি আসলেই তুমি আঁকছ?’, ‘এই বইটা কি আসলেই তুমি লিখছ?’ ওদের ধারণা, অনিমেষ আমার সব করে দেয়। আমি নিজের নামে চালিয়ে দিই। ভাগ্যিস, অনিমেষের (ভাবনার প্রেমিক, নির্মাতা অনিমেষ আইচ) দাড়ি আছে। না হলে বলত, তোমার অভিনয় কি তুমি নিজেই করো, নাকি অনিমেষ করে দেয়?'
source https://www.prothomalo.com/entertainment/dhallywood/সাইবার-বুলিংয়ের-বিরুদ্ধে-সোচ্চার-কোনাল
0 মন্তব্যসমূহ