সেখানে হঠাৎ করে আমার একটা বন্ধুর দেখা পেলাম। সে সিউল থেকে বুসানে এসেছে আমার ছবিটা দেখার জন্য। ও আমার নিউইয়র্ক ইউনিভার্সিটির টিশ স্কুল অব দ্য আর্টসের বন্ধু।