সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ (বিদেশগামী বাদ দিয়ে)। তবে জেলা শহর কিংবা উপজেলাগুলোতে এ নিয়ে মানুষের কোনো বিকার নেই।

source https://www.prothomalo.com/bangladesh/coronavirus/শনাক্তের-হার-রেকর্ড-ভাঙছে-স্বাস্থ্যবিধি-ঠেকেছে-তলানিতে