উজবেকিস্তানের মরুময় প্রান্তরের ঝলসানো রোদ যাঁদের গালে রচনা করে উজ্জ্বল আভা, সেই সরলা নারীরা বিয়ের পর সন্তান লাভের বাসনায় ছুটে আসেন বিবি খানুম মসজিদের প্রস্তরনির্মিত কোরানশরিফের কাছে।