নিমতলীর ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ৯ বছর পর ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে মারা যান ৭১ জন। এ ঘটনায় অবশ্য মামলা হয়েছে। তবে গত দুই বছরেও এ মামলার তদন্ত শেষ হয়নি।
source https://www.prothomalo.com/bangladesh/capital/নিমতলীর-অগ্নিকাণ্ডের-জিডির-তদন্তই-হয়নি
0 মন্তব্যসমূহ