দেশে করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু বেশি হচ্ছে। দুটি প্রধান হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীরা তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের অবস্থা খুব দ্রুত অবনতি হওয়ার পাশাপাশি ফুসফুস তুলনামূলকভাবে অল্প সময়ে ক্ষতিগ্রস্ত হতে দেখা যাচ্ছে। তবে এসবের পেছনের সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না।