সাপের বিনের তালে তালে কোমর দুলিয়ে নাচ, সাপের ফিরে এসে নায়িকার পা থেকে বিষ ফেরত নেওয়া, ঝাঁ–চকচকে রুপালি কোটের রাজকুমার—এসব সিনেমা বাংলার মানুষ চোখের পলক না ফেলে হাঁ করে 'গিলেছেন'। 'চন্দন দ্বীপের রাজকন্যা' সিনেমার শুটিং হয়েছিল সিলেটে।

source https://www.prothomalo.com/entertainment/dhallywood/রাজ্জাকফারুকদের-রাজত্বে-অন্য-এক-রাজপুত্র-ওয়াসিম