‘ভালোবাসা’ শব্দটির অর্থ অনেক গভীর। ভালোবাসা ছাড়া পৃথিবী অচল। দরদ দিয়ে দেখলেই কেবল সে জায়গায় উর্বরতা আসে। না হলে অযত্নে হারিয়ে যায়, শুকিয়ে যায় ভালোবাসাহীন বৃক্ষ। ভালোবাসার গুণেই প্রভুকে পাওয়া যায়। মানুষ আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়। জ্ঞান–মেধার চর্চা ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব নয়।
source https://www.prothomalo.com/ভালোবাসার-রকমফের-কল্পনার-রাজ্যে-বাস্তবতার-বসবাস-কতটুকু
0 মন্তব্যসমূহ