১৫-১৬ দিন আগে হঠাৎ দেখতে পান, একটি গিঁট থেকে অনেকগুলো লাউয়ের ফুল এবং কচি লাউ আসতে শুরু করেছে। এর মধ্যে ৪০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সাত-আট দিন থেকে বিভিন্ন গ্রামের মানুষ এসব লাউ দেখতে আসছে।