পল্লিচিকিৎসক হিসেবে সুনাম ছিল আবদুস সোবহানের। স্থানীয়ভাবে তিনি ‘সোবহান ডাক্তার’ নামে পরিচিত ছিলেন। শিক্ষানুরাগী আর পরোপকারী ছিলেন। এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলায় অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিতেন। নিজেও অংশ নিয়েছিলেন প্রত্যক্ষ যুদ্ধে।
source https://www.prothomalo.com/martyred-intellectuals/নদীতে-ভাসিয়ে-দেওয়া-হয়-সোবহানের-লাশ
0 মন্তব্যসমূহ