প্রকৌশলীরা নানা আবিষ্কারে অবদান রেখে চলেছেন। তারপর থে‌কে তাঁরা আমা‌দের জীবনযাত্রায় অব্যাহতভাবে বৈজ্ঞানিক ধারণা দি‌য়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রী উদ্ভাবন করছেন, যা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হচ্ছে। প্রকৌশলীরা প্রযু‌ক্তির উন্নয়ন সাধন না কর‌লে এ নিবন্ধ আজ অনলাইনে পড়া যেত না।