এবারের বৈশাখ একেবারে ভিন্ন রূপে আসছে আমাদের সামনে। বৈশাখের অনুষ্ঠানে যে এবার আগের মতো আনন্দ-উল্লাস করা সম্ভব হবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারের বৈশাখের অনুষ্ঠানে থাকবে স্বাস্থ্যবিধির কড়াকড়ি এবং সেটা নিজেদের সুরক্ষার জন্যই।
source https://www.prothomalo.com/lifestyle/fashion/বৈশাখে-শিশুদের-আনন্দ-হোক-ঘরেই
0 মন্তব্যসমূহ