ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভারতে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৮০৬ জন।

source https://www.prothomalo.com/world/india/ভারতে-করোনার-সংক্রমণ-মৃত্যুতে-প্রতিদিনই-নতুন-রেকর্ড