বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সম্প্রতি এক দুপুরে সংস্থাটির ঢাকার মতিঝিলের প্রধান কার্যালয়ের দোতলা ও তিনতলায় ঢুঁ মারতেই দেখা গেল, সাবেকি কায়দায় পুরোনো টেবিল-আলমারিগুলো ফাইলের স্তূপে ভরে আছে। ধুলাবালি জমেছে ফাইলের ওপর। আলোর স্বল্পতায় স্যাঁতসেঁতে ভাব লক্ষণীয়।

source https://www.prothomalo.com/business/বিসিকে-বড়দের-ভিড়ে-ছোটরা-উধাও