ক্রমেই বাড়ছে অনলাইন শপিংয়ের ক্রেজ। অতিমারী সেই পালে আরো বাতাস দিয়েছে। তবে অনলাইনে কেনার ঝক্কিও আছে। বিশেষ করে জুতা। তাই কিছু বিষয়ে নজর দিলে ঝঞ্ঝাট এড়ানোর যায় সহজেই।