শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ ছিলেন ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক। স্বপ্নদর্শী যুবক শিক্ষক হিসেবে ১৯৬০ সালে তিনি ফরিদপুর হাইস্কুলের শিক্ষক হয়ে আসেন। করোনায় সম্প্রতি মৃত্যবরণ করেছেন এ শিক্ষক। স্মৃতিচারণ করেছেন তাঁর ছাত্র।

source https://www.prothomalo.com/life/relation/আমার-শিক্ষক-জগদীশ-চন্দ্র-ঘোষ