অন্যের বাঁচাকে সার্থক করে তোলার মধ্যে নিজের অন্তর্নিহিত সুখটাকে উপলব্ধি করা যায়। পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ে বাঙালিরা সচেষ্ট ছিল। নিজের পাওনাটুকু থেকে বঞ্চিত না হওয়ার চেষ্টায় ছিল। তাই আজ আমরা তোমাদের জন্য বিজয়ের মালা গাঁথি! শুনতে পাই বিজয়ের জয়ধ্বনি। বিজয়গাথার মধ্যে নিহিত থাকে স্বপ্নের বার্তা।