২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর মধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার প্রশ্নপত্র প্রকাশ করা হয়। আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নের ধারণা দিতেই এমন করা হয়েছে।