কবরী। ‘সুতরাং’ দিয়েই শুরু। এরপর ছবির পর ছবিতে দিগ্বিজয়ের পালা। তাঁর চলচ্চিত্রের অর্ধশতক আশ্চর্য সফলতার গল্প—অভিনয়ে, প্রযোজনায়, পরিচালনায়। চলচ্চিত্রজগৎ থেকে রাজনীতির আঙিনায় এসে হয়েছিলেন সাংসদ। সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালের ৬ মে আলাপনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে দেওয়া তাঁর সাক্ষাৎকারটি পুনরায় প্রকাশ করা হলো।

source https://www.prothomalo.com/entertainment/আমি-একেবারে-একলা-মানুষ-2