বৈশাখ মানেই একটা আপন আপন ভাব, সবকিছুতে একেবারে শতভাগ দেশীয় হওয়ার চেষ্টা। সাজও তার বাইরে পড়ে না। সারা বছর বিভিন্ন ধরনের সাজগোজ হলেও বৈশাখের সাজে থাকা চাই একেবারে ষোলো আনা বাঙালিত্ব।