স্ট্রবেরি বিদেশি ফল। পথের ধারে, ফলের দোকানে, সুপারশপে স্ট্রবেরির দেখা মেলে এখন আমাদের দেশে। যেভাবে আমরা এ ফলটি খাওয়ার অভ্যাস করেছি তাতে মনেই হয় না যে এটি আমাদের দেশিয় ফল নয়।