১৯৭১ সালের ৪ মার্চও ঢাকাসহ সারা দেশে হরতাল অব্যাহত থাকে। দেশজুড়ে আন্দোলনের এই জোয়ারে শিক্ষক, শিল্পী ও সাংবাদিকেরা অকুণ্ঠ সমর্থন জানিয়ে নানামুখী তৎপরতায় একাত্ম হয়ে পড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনো দিন কোনো জাতির মুক্তি আসেনি। তিনি যেকোনো মূল্যে স্বাধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
source https://www.prothomalo.com/muktijuddho-50/জনজোয়ারে-মিশে-গেলেন-শিক্ষক-শিল্পী-সাংবাদিক-2
0 মন্তব্যসমূহ