প্রবেশ করতেই চোখ আটকে যাবে দেয়ালে ঝোলানো জয়নুলের আঁকা বিভিন্ন চিত্রকর্মে। গ্যালারির সাজসজ্জায় রয়েছে আধুনিকতা। আলোক প্রক্ষেপণের ব্যবস্থা থাকায় গ্যালারির চিত্রকর্মগুলো চোখকে আলাদা তৃপ্তি দেয়। দ্বিতীয় গ্যালারিতে চিত্রকর্ম ছাড়াও শিল্পাচার্যের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতি নিদর্শনগুলো স্থান পেয়েছে।
source https://www.prothomalo.com/bangladesh/district/জয়নুল-সংগ্রহশালা-চিত্রকর্মের-সঙ্গে-স্মৃতি-নিদর্শন
0 মন্তব্যসমূহ