সকালবেলায় সূর্যের আভা রুমের ভেতর এসে পড়লেও কেমন যেন একটু ফ্যাকাশেই মনে হয়। আগের মতো উড়ু উড়ু মনটাকে সান্ত্বনা দেওয়ার মাঝে আর কোনো বিশেষত্ব খুঁজে পাই না। ভোরের আলো এসে জানালা দিয়ে ঘরময় আলোকিত করে রাখলেও সবই যেন বিলীন হয়ে যায় মহামারির সংক্রমিত দিনগুলোতে। দেখতে পেতাম, ‘নিস্তব্ধতায় ছেয়ে আছে পুরো দেশ’। আঁতকে উঠতাম, যখন বদ্ধ ঘরে বন্দী থেকে শ্বাসপ্রশ্বাসটুকু নেওয়ার জন্য বাইরে যেতেও অস্বস্তি বোধ করি।

source https://www.prothomalo.com/আশাজাগানিয়ায়-পথ-চলা