ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সময় কাটছে হোটেলকক্ষে। কোয়ারেন্টিন শেষ হলে ৪ মার্চ থেকে শুরু হবে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কাল এই প্রতিবেদককে মুঠোফোনে বলেছেন তাঁর কোয়ারেন্টিন অভিজ্ঞতা এবং নিউজিল্যান্ড সফরের লক্ষ্যের কথা। এসেছে ২০১৯ সালে এই ক্রাইস্টচার্চেরই এক মসজিদে বন্দুক হামলার ভয়াল অভিজ্ঞতার প্রসঙ্গও—

source https://www.prothomalo.com/sports/sports-interview/দেশে-হোক-বিদেশে-হোক-চাওয়া-তো-একটাই