দুনিয়ায় সব বড় বড় শহরের মতো পর্তুগালের রাজধানী শহর লিসবনের গণপরিবহন মেট্রোরেলনির্ভর। এর অধিকাংশই মাটির নিচ দিয়ে চলাচল করে। লিসবন অনেকের কাছে সাগরকন্যা শহর হিসেবে পরিচিত হলেও তার আরও একটি পরিচয় হয়তো আমরা অনেকেই জানি না। এ শহরকে অনেকে সাত পাহাড়ের শহর হিসেবেও চেনে। কারণ লিসবন ছোট বড় সাতটি পাহাড় নিয়ে আটলান্টিক পাড়ে গড়ে ওঠা এক অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক শহর।