নতুন করে নিয়োগের সুপারিশ পেয়েও এমপিওভুক্তি নিয়ে জটিলতায় পড়া ৯৮ শিক্ষকের সমস্যা সমাধান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তাঁদের নতুন করে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ মার্চ) এমপিওভুক্তির জটিলতার সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। গত মঙ্গলবার রাত থেকে প্রার্থীরা নতুন সুপারিশের এসএমএস পাচ্ছেন।

source https://www.prothomalo.com/education/higher-education/এমপিওভুক্তি-জটিলতায়-পড়া-৯৮-শিক্ষকের-সমস্যা-সমাধান-করল-এনটিআরসিএ