‘আগেও কাজ শেষে বাড়ি ফিরে গল্প করতাম, এখনো তাই করি। তবে আগে কথা বলতাম ফোনে, আর এখন সামনাসামনি। আলাদা করে বিয়ের পর জীবন বদলে গেছে—এমন কিছুই মনে হচ্ছে না। আমাকে যে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি “লাভার বয়” বলে চেনে, এটা মানতেই নারাজ শালিনী।’